বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নাম পরিবর্তিত হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। আজ শনিবার ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বশেমুরকৃবি থেকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বদ্ধপরিকর বলে ভাইস চ্যান্সেলর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনসহ অন্যান্য আন্তর্জাতিক র্যাংকিংয়েও গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যতেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর।
আজকালের খবর/ওআর