প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫২ PM

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
নিহত স্কুল ছাত্রী রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।
জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পিসি জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায়। পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাটির নিচে চাপা পড়ে। এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়। পরে বিকাল ৫টার দিকে এলাকাবাসী পাহাড়ের মাটির নীচ থেকে তাদের উদ্ধার করে, ততক্ষণে রিপা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে খবর পেয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক জানান, আমরা লাশ উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আজকালের খবর/ওআর