প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ PM

ভোলার বোরহানউদ্দিনে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ৪জন আহত হয়েছেন। গত শুক্রবার সকালে উভয় পক্ষের দাবি করা ওয়ারিশ সম্পত্তিতে একপক্ষ বেড়া দিতে আসলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
মারামারিতে নাজমুল হাসান বিল্লাল (৩৭), মোশারফ (৪৮), ফজলুর রহমান (৭০), মহিউদ্দিন (৩২) আহত হন। তারা সবাই উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সম্পত্তি স্থানীয় শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও স্থায়ীভাবে সমাধান হয় নাই।
মারামারিতে আহত মো. মোশারেফ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসা হয়ে এই জমিটি বর্তমানে আমাদের ভোগদখলে আছে। কিন্তু শুক্রবার সকালে শুনতে পাই আমাদের জমি দখলের উদ্দ্যেশ্যে বেড়া দেয়া হচ্ছে। আমরা সেখানে গিয়ে বেড়া ভেঙ্গে ফেললে আমাদের ওপর মিজান, ফখরুল, নসু, সিরাজ, কবীরসহ ১০/১২জন হামলা করে। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অপরপক্ষের কুতুবা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত মো. মিজানের কাছে জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে একটি মামলা হয়েছে। পুলিশ ১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যহত আছে।
আজকালের খবর/ওআর