মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৮ PM
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বহুতল ভবন ধসে একজন বাংলাদেশি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)। 

নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভয়াবহ ভবন ধসে নিহতদের মধ্যে আরেক জন হলো, আলী আবদুল্লাহ আলী আল হামিদ (৬৬)। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে তিনতলা ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। যার ফলে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

আহত সবাইকে কিং হামাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এক বিবৃতিতে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, শ্যামলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা বাহরাইনের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

এলাকার প্রবাসীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচতলায় একটি সেলুন এবং একটি লন্ড্রির দোকানসহ বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। দুর্ঘটনার সময় অনেকেই ভেতরে ছিলেন।

সূত্র: নিউজ অব বাহরাইন।
 
আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আরডি সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার বেতার কেন্দ্র
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
সোনাতলায় ইফতার ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft