প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৮ PM

বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বহুতল ভবন ধসে একজন বাংলাদেশি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)।
নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভয়াবহ ভবন ধসে নিহতদের মধ্যে আরেক জন হলো, আলী আবদুল্লাহ আলী আল হামিদ (৬৬)। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে তিনতলা ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। যার ফলে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
আহত সবাইকে কিং হামাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এক বিবৃতিতে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, শ্যামলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা বাহরাইনের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
এলাকার প্রবাসীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচতলায় একটি সেলুন এবং একটি লন্ড্রির দোকানসহ বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। দুর্ঘটনার সময় অনেকেই ভেতরে ছিলেন।
সূত্র: নিউজ অব বাহরাইন।
আজকালের খবর/ওআর