মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
উপেক্ষিত সাবজেক্ট কোড বিসিএসে যুক্ত করতে দৃঢ় প্রত্যয় ইবি উপাচার্যের
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৪ PM আপডেট: ১৫.০২.২০২৫ ৩:১৩ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বিসিএস ভাইবা পরীক্ষায় গিয়ে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন নতুন সাবজেক্ট রয়েছে, সেগুলোর সাবজেক্ট কোড বিসিএস পরীক্ষায় অন্তর্ভুক্ত দেখিনি। এগুলো ক্যাডার আর নন-ক্যাডারে যুক্ত করতে হবে। এর আগে অনেকেই এসব এড়িয়ে গিয়েছেন।

গতকাল শুক্রবার ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ইবি এলামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী ‘গেট টুগেদার ও সাধারণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড.  নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় অ্যালামনাইদের এগিয়ে আসতে আহ্বান করছি। সার্বিক উন্নয়নের যাত্রায় অংশীদার হবেন। অ্যালামনাইদের দেখলে নতুনরা অনুপ্রাণিত হয়, আপনার তাদের সাহায্য করবেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইমেজকে ইনক্রিজ করার জন্য কাজ করতে পারেন। এই যাত্রায় আপনারা বিশ্ববিদ্যালয়কে ঘোড়-সাওয়ারির মতো সাহায্য করবেন এই প্রত্যাশা রাখছি।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় যে অবজেক্টিভ নিয়ে শহীদ জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তর তৈরি করেছিল এবং ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয় করে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান করাই এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু ইসলাম শব্দটা দেখলে কেমন যেন মনে করে। আগের সরকার থাকলে এই বিশ্ববিদ্যালয়ের নাম হারিয়ে যেত। ইসলাম শব্দটা থাকায় যে চোখে দেখা হয়েছিল আগামীতে আর সেই চোখে দেখা হবে না ইনশাআল্লাহ। 

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলামনাই অ্যাসোসিয়েশন পারস্পরিক সম্পর্ক যেমন তৈরি করে তেমনি শিক্ষা-কার্যক্রম উন্নত করতে অগ্রণী ভূমিকা রাখে। এলামনাই অ্যাসোসিয়েশন বাৎসরিক সময়ে এসে গেট টুগেদার করবে এটুকুর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। বিশ্ববিদ্যালয়ের ভালো ইমেজ তৈরি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়কে সবার সামনে তুলে ধরবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী শিক্ষা ব্যবস্থা আরও উৎপাদনশীল ও ফলপ্রসূ করতে একাডেমিক কাউন্সিলে প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত করা এবং দলমত নির্বিশেষে সব এলামনাই একই প্লাটফর্মে আসার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণের পর এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মো. আব্দুল হাই বলেন, ‌‘এসোসিয়েশন থেকে গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, উচ্চ শিক্ষায় বিদেশ যেতে ইচ্ছুকদের সাহায্য করা, চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ইবির এলামনাই অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় ভবন তৈরি করতে চাই।’

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক জনাব মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাই  সহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
 
আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র করলেন হামজা
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
ভাঙচুরের মামলায় নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft