মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
এবার চিকিৎসক গুরুদাস মন্ডলের বদলিও বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১১ PM
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা থেকে বদলি করে আবারও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে আসার প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। তবে যাকে ঘিরে এই আন্দোলন এবং পরিচালকের পদত্যাগ- এবার সেই ডা. গুরুদাস মন্ডলের বদলিও বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার গত ১১ ফেব্রুয়ারির ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০০২.২৪.১৫৬ নং স্মারকে ডা. গুরুদাস মন্ডল (৪৩৬৬৬), সহযোগী অধ্যাপক, নিউরোলজি, মেডিকেল কলেজ, পাবনা-কে সহযোগী অধ্যাপক, নিউরোলজি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত হিসেবে নাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতাল, ঢাকায় বদলি/পদায়ন আদেশে তার সংশ্লিষ্ট অংশটুকু এতদ্দ্বারা বাতিল হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তবে সম্প্রতি তাকে আবারও নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

এর প্রেক্ষিতে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ নম্বর রুমে জরুরি বৈঠকে বসেন বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকরা। এসময় হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। অভিযোগ উঠে হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত। এরপর কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

এমনকি চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
সন্‌জীদা খাতুন আর নেই
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’ সিনেমা
এবার আলোচনায় ফারিয়া-সজলের ‘ব্যবধান’
থমকে গেল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড নিউ জিন্সের পথচলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft