মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ইবিতে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা কাল
রবিউল আলম, ইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৭ PM আপডেট: ১৩.০২.২০২৫ ৮:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২৫’ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ইতোমধ্যে বর্ণাঢ্য আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এতে তিন হাজার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছে ইবি এলামনাই অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আবদুল হাই। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মো. মনজুরুল ইসলাম, সংবাদ সম্মেলনের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইকবাল হোসাইন সহ মিলনমেলা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল সাড়ে ৯টায় প্রায় তিনহাজার প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে মিলনমেলার উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয় জীবনের নানান বিষয় নিয়ে স্মৃতিচারণ করবেন আ্যলামনাই সদস্যরা। এতে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে বলে জানান তারা। এ অনুষ্ঠানে ঢাকায় অনুষ্ঠিত প্রথম এলামনাইয়ের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম।

সংবাদ সম্মেলনে জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের অন্যতম বড় সংগঠন কর্তৃক ঢাকাস্থ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখ আয়োজিত প্রথম এলামনাই সম্মিলনী ছিল এলামনাইদের এক ঐতিহাসিক গেট টুগেদার। এ সফল মহা সম্মিলনীতে আমাদের প্রাণের ক্যাম্পাসে একটি পারিবারিক গেট টুগেদারের দাবির প্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ফ্যামিলি গেট টুগেদার হতে যাচ্ছে। আমরা যে যেখানেই সফলতার সাথে যা কিছু করছি এর সকল কিছুর সাথে এ বিশ্ববিদ্যালয়ের অবদান জড়িত। এ ক্যাম্পাসে আমাদের পদচারণা, সবুজ চত্বর, হলসহ সকল কিছু আমাদের হৃদয়ে প্রোথিত। এ আবেগ উচ্ছ্বাস থেকে সকলেই তাদের পরিবার নিয়ে ক্যাম্পাসে আসতে চান। দু'টি শহর থেকে বেশ দূরত্বে হওয়ায় অনেক কষ্ট সাধ্য হলেও এলামনাইদের আকাঙ্খার কথা চিন্তা করে কষ্টসাধ্য দুরুহ এ কর্মযজ্ঞের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। এ সম্মেলনে পরিবারসহ প্রায় তিন হাজার এলামনাই অংশগ্রহণ করবেন বলে আশা করছি।

বাস্তবায়ন কমিটির সদস্যরা বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বর্তমান প্রশাসনের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারে এবং বিভিন্ন দাবিদাওয়া আদায়ে চাপ প্রয়োগকারী হিসেবে শিক্ষার্থীদের পক্ষে সহায়ক ভূমিকা রাখতে পারে।

সর্বোপরি দলমত নির্বিশেষে সকল প্রাক্তনকে ঐক্যের আহ্বান জানান এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আবদুল হাই।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ২ মামলায় বিএনপির সভাপতিসহ ১৬০ জন আসামি
কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না: মির্জা ফখরুল
ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
বগুড়ার সারিয়াকান্দীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft