প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৪ PM আপডেট: ১২.০২.২০২৫ ৮:৪৮ PM

অবশেষে পেকুয়ার ইতিহাসে ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন মাইল ফলক উন্মোচন হতে যাচ্ছে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পেকুয়ায় যানজট নিরসনের লক্ষে প্রথমবারের মতো ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে (বিপি-৭৫৯৯০৪২৯৮৮) কক্সবাজারের জনস্বার্থে পেকুয়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত স্মারকে গত ১০ জানুয়ারি এ নিয়োগ প্রদান করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যানজট, পেকুয়া থানার পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মহোদয়কে যানজট নিরসনের বিষয়ে অবগত করা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে পেকুয়ায় স্থায়ীভাবে একজন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, নিয়োগ প্রাপ্ত পুলিশ পরিদর্শকের অধিনে একটি টিম পেকুয়ায় যানজট নিরসনে কাজ করবে। চাহিদা অনুসারে আরও জনবল বাড়ানো হবে।
নিয়োগপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পেকুয়াকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের এই যাত্রায় পেকুয়ার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিশেষ করে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার, পেকুয়া চৌমুহনীসহ আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম কাজ করবে, পেকুয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে আগামীতে পেকুয়াকে যানজট মুক্ত শহর হিসেবে উপহার দিতে কাজ করবো ইনশাআল্লাহ।
ট্রাফিক পুলিশ নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দেয়। পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল বলেন, পেকুয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পেকুয়াকে যানজট মুক্ত করণ। আজ সে প্রত্যাশা পূরণ করতে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আশা রাখবো নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশের মাধ্যমে পেকুয়া চৌমুহনী ও পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার যানজট মুক্ত হবে।
তিনি পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পেকুয়ায় আগমনের সঙ্গে সঙ্গে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, তারই অংশ হিসেবে পেকুয়ায় প্রথমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চৌমুহনী ও পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে স্থায়ীভাবে ডিভাইডার স্থাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
আজকালের খবর/ওআর