মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ইত্যাদি’র ঈদ আয়োজনে হাদী-সাবিনার গান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৭ PM
আট বছর আগে শেষবার কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। এরপর গত সোমবার (১০ জানুয়ারি) বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমন নিজেই।

তিনি বলেন, হানিফ ভাইয়ের অনুরোধেই সাবিনা আপা গানটি গাইতে রাজি হয়েছেন। আমার সৌভাগ্য দু’জন বরেণ্যকে এক সঙ্গে এতগুলো বছর পর পেয়েছি। এটা সম্ভব হয়েছে হানিফ সংকেত ভাইয়ের জন্য।

তিনি আরো বলেন, অসুস্থতার ধকল কাটিয়ে সাবিনা আপা চমৎকার গলায় কণ্ঠ দিয়েছেন। বুঝতেই দেননি তিনি ক’ দিন আগেই অসুস্ত ছিলেন। আসলে ভালো গান পেলে তিনি চনমনে হয়ে ওঠেন।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘হানিফ সংকেতের সঙ্গে আমার সম্পর্কটা যে পর্যায়ের, তাঁকে না বলাটাও সম্ভব নয়, তাই গানটি গেয়েছি। এই গানের মাধ্যমে অনেক বছর পর হাদী (সৈয়দ আব্দুল হাদী) ভাইয়ের সঙ্গে নতুন গান গাওয়া হলো। আড্ডাও হলো। সময়টাও ভালো কাটল।’ গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘এই গানে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনা চমৎকারভাবে করা হয়েছে। রফিক (মোহাম্মদ রফিকউজ্জামান) ভাই যেভাবে গানের কথাগুলো লিখেছেন, ইমনও দারুণ সুর করেছে। সংগীতায়োজনেও একটা নতুনত্ব আছে।’

সাবিনা ইয়াসমীনের মতো একই সুরে কথা বললেন সৈয়দ আব্দুল হাদী, ‘হানিফ (সংকেত) তো নাছোড়বান্দা। সে যেটা চায়, করেই ছাড়ে। অনেক দিন নতুন গান গাওয়া হয় না, সেভাবে আগ্রহও পাই না। হানিফ এমনভাবে বলল, গানটাও ভালো লাগল, তাই গাইলাম। দেশের গান সাধারণত একটু ধীরগতির হয়। কিন্তু এই গানটা একটু দ্রুতগতির, জমজমাট গান যাকে বলে। যেহেতু হানিফের ঈদের অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে, তাই সুরে ও সংগীতে উৎসবের আবহটাও রাখার চেষ্টা করা হয়েছে। দেশাত্মবোধক গানের ব্যাপারটাই হচ্ছে কথাগুলো পরিচ্ছন্নভাবে বলা হয়, এখানেও সেটাই বজায় ছিল।’

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীনের সঙ্গে এই গানে বর্তমান সময়ের আরও ১০ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন। তারা হলেন রাজীব, কিশোর, সাব্বির, ইমরান, অয়ন চাকলাদার, লিজা, খেয়া, সিঁথি সাহা, অবন্তি সিঁথি ও আতিয়া আনিসা।

এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা মঞ্চে গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন। গত সোমবার দুপুরেও তাঁকে মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে পাওয়া গেল।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
মুরাদনগরে ২ মামলায় বিএনপির সভাপতিসহ ১৬০ জন আসামি
কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না: মির্জা ফখরুল
ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
বগুড়ার সারিয়াকান্দীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft