শনিবার ১৫ মার্চ ২০২৫
শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ ইবি ছাত্রদলের
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা-বিরোধী পূর্ব ঘোষিত বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। আজ বুধবার শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের উপর বিধি-নিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। তাদের মতে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশের চেতনার পরিপন্থী। সবার সমাবেশ করার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে অদৃশ্য শৃংখলে আবদ্ধ করার হীন চেষ্টা করছে বলে মনে করে ইবি শাখা ছাত্রদল।

তারা বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শর্তাবলি ইবি ছাত্রদল প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে উক্ত বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, ছাত্র সংগঠন (নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ  ব্যতীত), জেলা কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ স্বাধীনতা দাবি করছে ইবি শাখা ছাত্রদল।

উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য ক্যাম্পাসের মধ্যে যে কোনো অনুষ্ঠান পালনে কিছু শর্ত জুড়িয়ে দেয় ছাত্র উপদেষ্টা দপ্তর। শর্তগুলো হলো- ‘ক্যাম্পাসের মধ্যে যে কোনো অনুষ্ঠানের অনুমতির জন্য ছাত্র-উপদেষ্টা/প্রক্টর বরাবর আবেদন করতে হবে, বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করা, অনুষ্ঠান করার জন্য কমপক্ষে ৫ কর্মদিবসের মধ্যে অনুমতির জন্য আবেদন করা ও বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ও অন্যান্য ছুটি থাকাকালীন কোনো অনুষ্ঠান করা যাবে না। এছাড়া ক্লাস-পরীক্ষার বিঘ্ন ঘটে এমন কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, জেলা ছাত্র কল্যাণ সমিতির অনুষ্ঠানের জন্য আবেদনে স্ব-স্ব সমিতির উপদেষ্টার সুপারিশ থাকতে হবে এবং বিভাগের শিক্ষার্থীদের যে কোনো অনুষ্ঠানের জন্য আবেদনে স্ব-স্ব বিভাগীয় সভাপতির সুপারিশ থাকতে হবে।’

আজকালের খবর/ওআর 








সর্বশেষ সংবাদ
চাক বাংলা অভিধান ও চাক সংস্কৃতি চর্চা
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা
মেহমান
একটি ঘোরলাগা সম্পর্ক
পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft