মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
‘শিগগিরই’ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালুর আশা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩২ AM
বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার জন্য ভিয়েতনামের সরকারি এয়ারলাইন্স ভিয়েতনাম এয়ারলাইন্স এবং একটি প্রাইভেট এয়ারলাইন্স আবেদন করেছে।

“আমরা শিগগিরই ফ্লাইট চালু করতে চাইছি। বাংলাদেশে তাদের জিএসএ (গ্লোবাল সেলস এজেন্ট) রেডি আছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।”

ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং মঙ্গলবার দুপুরে বেবিচকের সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনাও করেছেন।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।

ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ার লাইন্সের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেড এর লোকাল প্রতিনিধি এবং বেবিচকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্ব প্রান্তে ৩ লাখ ৩১ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ ভিয়েতনাম। এর উত্তরে চীন এবং পশ্চিমে লাওস ও কম্বোডিয়ার স্থল সীমানা। আর সামুদ্রিক সীমানা ভাগ হয়েছে থাইল্যান্ডের উপসাগরের মধ্যে দিয়ে থাইল্যান্ডের সঙ্গে এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সঙ্গে।

বাংলাদেশ থেকে আকাশপথে ভিয়েতনামের দূরত্ব প্রায় ২ হাজার ১৬৫ কিলোমিটারের । আর ট্রানজিট নিয়ে যেতে সময় লাগে গড়ে ৭-৮ ঘণ্টা। আবার ট্রানজিটের স্থান ও সময়ের উপর নির্ভর করে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে কিছু কিছু এয়ারলাইন্সের। সরাসরি ফ্লাইট চালু হলে গড়ে ৩ ঘণ্টার মত সময় লাগবে পৌঁছাতে।

বর্তমানে বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ, চায়না সাদার্ন, থাই এয়ারওয়েজ, ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার এশিয়া, মালয়েশিয়া এয়ারলাইন্সসহ বেশ কিছু এয়ারলাইন্স থাইল্যান্ডে ফ্লাইট পরিচালনা করে।

এর আগে ২০২১ সালে মাহবুব আলী প্রতিমন্ত্রী থাকাকালে ভিয়েতনামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ ফারুক খান মন্ত্রী থাকাকালে ২০২৪ সালেও ভিয়েতনামে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। কিন্তু তখন এ উদ্যোগ আলোর মুখ দেখেনি।

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি আবদুস সালাম আরেফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ থেকে তো বর্তমানে ভিয়েতনামে সরাসরি ফ্লাইট নেই। কাজেই আমাদের খুব বেশি চয়েজও নেই। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশেই পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। ভাড়া কমবে, সময় বাঁচবে।

“এছাড়া, কার্গো বা এয়ারফ্রেইট উড়োজাহাজের মাধ্যমে পণ্য এক্সচেঞ্জ করা সম্ভব হবে। যার কারণে ব্যবসায়েরও সুযোগও বাড়বে। সব মিলিয়ে সামগ্রিকভাবেই ভালো হবে।”


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
দ্রব্যমূল্য কমেছে, নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা চলমান থাকবে: প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রে পথচলার সুযোগ এসেছে : তারেক রহমান
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft