প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ PM আপডেট: ১১.০২.২০২৫ ১০:৪১ PM

সভাপতি পদে নূর মোহাম্মদ মির্জা, সাধারণ সম্পাদক পদে আ. ছালাম রনি ও মো. সেন্টুকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তরের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের গঠনতন্ত্র মোতাবেক তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ কমিটি ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল, সহকারী নির্বাচন কমিশনার কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি রাজিব আহম্মেদ আসাদ, সহকারী নির্বাচন কমিশনার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আব্দুর রহিম নির্বাচন কমিশনার এক কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল মণ্ডল, সহ-সভাপতি মো. শাকিল, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাদেমুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাগর হোসেন আকাশ, দপ্তর সম্পাদক বেনু সূত্রধর রাজা, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, শ্রম বিষয়ক সম্পাদক এখলাছ মিয়া তালুকদার, সদস্য শাহবুব হোসেন মুন্না।
কমিটি ঘোষণার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু ও সাধারণ সম্পাদক শীপন বকাউল নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নিদর্শনা দেন।
এই সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি তৌহিদুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন পিয়ারী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সজল হোসেন খান সুজন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. বাবু হাসানসহ ঢাকা মহানগর উত্তরের সকল থানার নেতৃবৃন্দ।
আজকালের খবর/বিএস