বাংলাদেশের সংগীত জগতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছেন তরুণ উদ্যোক্তা শরিফ উদ্দিন। বর্তমানে তিনি নাটাই মিউজিকের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছেন।
শরিফ উদ্দিনের নেতৃত্বে নাটাই মিউজিক আধুনিক প্রযুক্তি, নতুন প্রতিভা এবং আন্তর্জাতিক মানের সংগীত প্রযোজনার দিকে এগিয়ে যাচ্ছে। তার লক্ষ্য বাংলাদেশি সংগীতকে গ্লোবাল প্ল্যাটফর্মে আরো শক্তিশালীভাবে উপস্থাপন করা।
নাটাই মিউজিকের নতুন দায়িত্ব গ্রহণের পর, শরিফ উদ্দিন সংগীতপ্রেমীদের জন্য আরো নতুন চমক আনতে কাজ করছেন; যা দেশের সংগীত জগতে ইতিবাচক পরিবর্তন আনবে।
এর মধ্যে নাটাই মিউজিক থেকে জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর, মিলন, পুজা ও তানজিব সারোয়ারসহ অনেক শিল্পীর গান প্রকাশ হয়েছে।