
আর ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সঙ্গে দুটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয় মোস্তফা সেন্টারে অনাড়ম্বর পরিবেশে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান উপস্থিত ছিলেন।
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইদ্রিসুর রহমান, দেশবন্ধু গ্রুপের (টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার রেজাউল করিম, টফনল সায়েন্স অ্যান্ড টেকনোলজির রিজিওনাল সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর (আন্তর্জাতিক বিজনেস) জনি চাও, নিউ অ্যাসোসিয়েটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শেখ মাজহারুল আনোয়ার সুমন চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশবন্ধু গ্রুপের (টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে দেশবন্ধু গ্রুপের বেভারেজ এবং পানীয় উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, তিনটি পক্ষ কোমল পানীয় প্লান্টের সক্ষমতা বাড়াতে একমত হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারওয়ার জাহান তালুকদার, দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেডের সিওও তোফায়েল আহমেদ, দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও নাসির উদ্দিন, দেশবন্ধু গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) মহিউদ্দিন আহমেদ প্রমুখ।