মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
বাংলাদেশে শুরু হচ্ছে অক্সফোর্ড-একিউএ’র কার্যক্রম, নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৬ PM আপডেট: ১১.০২.২০২৫ ৫:২৮ PM
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের সর্ববৃহৎ জিসিএসই ও এ লেভেল পরীক্ষার আন্তর্জাতিক বোর্ড একিউএ বাংলাদেশে তাদের কার্যক্রম বিস্তৃত করছে। এ লক্ষ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং একিউএ বাংলাদেশের বিশিষ্ট শিক্ষা পরামর্শক শাহিন রেজাকে বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের কারিকুলাম অনুযায়ী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা ও গবেষণায় শাহীন রেজার রয়েছে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা। তিনি আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা বোর্ড ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কাজ করেছেন।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী শিক্ষাখাতের ব্যাপক প্রবৃদ্ধি হচ্ছে। এই সুযোগকে দক্ষিণ এশিয়ায় বিস্তৃত করতে অক্সফোর্ড-একিউএ এই উদ্যোগ নিয়েছে। যা আন্তর্জাতিক স্কুল কারিকুলাম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে এ অঞ্চলের শিক্ষার্থীদের খাপ খাওয়ানো ও উপযোগী করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড-একিউএ’র নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড-একিউএ’র কার্যকমের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও একিউএ বিশ্বব্যাপী কোয়ালিটি শিক্ষা এবং তরুণদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে।’

তিনি আরও জানান, ‘এ অঞ্চলের শিক্ষাবিদ, স্কুল লিডার ও অংশীজনদের সঙ্গে নিয়ে তিনি তরুণদের সামনে তাদের বিপুল সম্ভাবনাগুলো উন্মুক্ত করতে ভূমিকা রাখবেন।’

অক্সফোর্ড-একিউএ’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড্রু কুমবে শাহীন রেজাকে অক্সফোর্ড-একিউএ টিমে স্বাগত জানান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী পরিচালিত আমাদের আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম বাংলাদেশ ও নেপালে বিস্তৃত করতে চাই। আমি আশা করি, এ কার্যক্রমকে আন্তর্জাতিক শিক্ষাখাতে শাহীন রেজার সুদীর্ঘ অভিজ্ঞতা আরও গতিশীল করবে। যা এ অঞ্চলের শিক্ষার্থীদের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।’

যুক্তরাজ্যভিত্তিক অক্সফোর্ড-একিউএ বিশ্বব্যাপী ২২টি জিসিএসই, ১৪টি এএস এবং এ লেভেল শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা এবং কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে ভূমিকা পালন করছে। অক্সফোর্ড-একিউএ বিশ্বে প্রথম আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড যারা ইন্টারন্যাশনাল জিসিএসই সাইকোলোজি অফার করছে এবং একমাত্র বোর্ড যারা ইন্টারন্যাশনাল জিসিএসই মিডিয়া স্টাডিজ কোর্স পরিচালনা করছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র করলেন হামজা
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
ভাঙচুরের মামলায় নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft