প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৯ PM আপডেট: ১১.০২.২০২৫ ৪:১১ PM

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া’র (ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি) সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে এই সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাতকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ার লাইন্সের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের লোকাল প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর