প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ সোমবার সকালে বিআরডিবির আওতাধীন কিশোরী সংঘের সদস্যদের মাঝে প্রণোদনার চেক বিতরণ ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরী সংঘের সদস্যদের মাঝে প্রণোদনার চেক বিতরণ ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লা আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মণ প্রমুখ।
পরে কিশোরী সংঘের সদস্যদের মাঝে প্রণোদনার চেক বিতরণ ও কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
আজকালের খবর/ওআর