মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
সাতক্ষীরায় ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫২ PM
সাতক্ষীরা চলতি মৌসুমে ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় বেকার যুবক ও চাষিরা অনেকেই বাণ্যিজ্যিকভাবে কুল চাষে ঝুঁকছেন। এর মধ্যে বল সুন্দরী, ভারত সুন্দরী, থাই আপেল, বাউকুল, আপেল কুল, তাইওয়ান কুল, নারিকেলি, নাইনটিসহ নানা জাতের কুল। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় সাতক্ষীরার বেশির ভাগ অনাবাদি জমি এখন সারি সারি কুল গাছে ছেয়ে গেছে। সাতক্ষীরার বেলে দোঁয়াশ মাটি ও নাতিশীতোষ্ণ জলবায়ু কুল চাষের উপযোগী। 

জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হচ্ছে এ কুল। এবার উৎপাদনও মোটামুটি ভালো হয়েছে বলে জানান চাষিরা। সাতক্ষীরার বিভিন্ন প্রকার কুলের সুনাম রয়েছে দেশে বিদেশে। স্বল্প খরচে অধিক লাভের আশায় জেলার বেকার যুবসমাজ ও চাষিদের একটি বিরাট অংশ এ কুল চাষ করছেন। কুল চাষ করে এ জেলার অনেকেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দূর করেছে বেকারত্ব, হয়েছে নুতন কর্মসংস্থান।

সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১১২ হেক্টর, তালায় ১৬৫ হেক্টর, দেবহাটা ৪ হেক্টর, কলারোয়ায় ৪৭০ হেক্টর, কালীগঞ্জ ৪৫ হেক্টর, আশাশুনি ২০ হেক্টর এবং শ্যামনগর ২৫ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। গত বছর জেলায় ৮৩০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়।

সাতক্ষীরা সদরের কুলচাষি শেখ মেহেদী হাসান মিঠু জানান, ফাল্গুন মাসের শেষের দিক থেকে পুরাতন কুল গাছের ডাল কেটে ফেলে জমিতে সেচ ও পরিচর্যার কাজ শুরু হয়। কার্তিক মাসের প্রথম দিকে কুল গাছে ফুল ধরার পর বিভিন্ন কীটনাশক স্প্রে করা হয়। এ সময় কুল ফুলে মৌমাছির মাধ্যমে পরাগায়ন ঘটে। অগ্রহায়ণ মাসের প্রথম দিকে  গাছে কুল ধরা শুরু হলে স্বাস্থ্য হানিকর নয় এমন হর্মোন স্প্রে করা হয়। পৌষ মাসের শুরুতেই  কুল পাকতে শুরু করে।  শেষ ফাল্গুন পর্যন্ত কুল পাওয়া যায়। জেলায় প্রায় পাঁচ হাজার পরিবার ও ১৫ হাজারের বেশি নারী ও পুরুষ শ্রমিক এসব কুল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে।

সাতক্ষীরা সদর উপজেলার নগরঘাটা এলাকার কুল চাষি দেবাশীষ বলেন, আমি মৎস্য ঘেরের বেড়িতে কুল গাছ লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে। এখন বাজারে ৮০ থেকে ১২০টাকা কুল বিক্রি হচ্ছে। বাজার ভালো থাকলে আমি আশা করছি ১ লাখ টাকার বেশি কুল বিক্রি করতে পারব। বিঘা প্রতি ৫০ থেকে ৫৫ কুইন্টাল কুল পাওয়া যাবে বলে আশা করছি।

সদর উপজেলার তুজুলপুর গ্রামের কৃষক ইয়ারব হোসেন জানান, এবছর আমি ৩১ বিঘা জমিতে কুল চাষ করেছি। এতে আমার সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এবছর অতিরিক্তি বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে কুলের ফলন খুব ভালো হয়নি। এবার লাভ নিয়ে অনেকটা সংশয়ে রয়েছি। ইতিমধ্যে কুল বাগান থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, কুল একটি মৌসুমী ফল। জেলায় মৎস্য ঘেরের আইল ও পতিত জমিতে কুল চাষ হচ্ছে। এবার জেলায় ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে কুল চাষ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। জেলার কুলচাষিদের সব ধরনের পরামর্শ সেবা প্রদান করছে মাঠ পর্যায়ের কৃষি অফিসাররা। 

আবহাওয়া ঠিকঠাক থাকলে জেলায় ১৫০ কোটি টাকার বেশি মূল্যে কুল বিক্রি করতে পারবেন কৃষকরা। তিনি আরো জানান, কুল একটি সুস্বাদু,মিষ্টি ও পুষ্টিকর ফল। দেশের মানুষের বিকল্প খাদ্য হিসাবে ও পুষ্টির পূরণে অনেকটা সহায়ক হবে কুল। দেশের চাহিদা মিটিয়ে কুল বিদেশে রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
উত্তরাঞ্চলে প্রথম পতাকা উত্তোলন করেন ডা. আব্দুল ওয়াসেক আহমেদ
সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় বোমা উদ্ধার মামলায় টগর গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
চলন্ত বাসে ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft