মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
লেখকরা সন্ত্রাস হয় না, হয় শান্তিপ্রিয়: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেছেন, ‌‘সভ্যতার ইতিহাস যারা বিনির্মাণ করেছেন, বিপ্লব ঘটিয়েছেন তারা সবাই লেখক ছিলেন। লেখক কলমের মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন ঘটিয়ে সমাজকে বিনির্মাণ করে। এজন্য লেখক সন্ত্রাস হয় না, হয় শান্তিপ্রিয়।’ 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পাঠকের মৃত্যু ঘটে কিন্তু লেখকের নয়। কারণ লেখার মৃত্যু ঘটে না। যুগ যুগ ধরে তা পাঠক শ্রেণির মাঝে বেঁচে থাকে।’ 

তিনি বলেন, ‘জ্ঞানের সমৃদ্ধির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লেখনির মাধ্যমেই পৃথিবীতে জ্ঞানের যাত্রা শুরু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘লেখা সমাজ দর্শনকে মানুষের কাছে তুলে ধরে। লেখার মাধ্যমেই সমাজকে চেনা যায়। কোরআনের প্রথম দিকের আয়াত নাজিল হয়েছে কলমকে উল্লেখ করে। সৃষ্টিশীল, ইনফরমেটিভ এবং গবেষণামূলক- লেখকের এই তিনটি দরকার। সবাই লেখলেখি করলেই বিশ্ববিদ্যালয় মূলত বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। এজন্য তোমরা যারা লিখবে লেখার নৈতিকতা মেনে চলবে। এমন কোনো লেখা লিখবে না, যা মানুষের উপকারে আসবে না এবং সমাজের জন্য ক্ষতিকর।’

বেলা ১২টায় টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে প্রায় শতাধিক তরুণ লেখক অংশগ্রহণে করেন। এ সময় সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল করিম,  ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, টিএসসিসি পরিচালক প্রফেসর ড. মো. জাকির হোসেন ও আইআইইআর পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র করলেন হামজা
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
ভাঙচুরের মামলায় নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft