প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ PM

রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানী ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে রুমা আক্তার (২২) নামের এক গৃহবধূ ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ে শিশুটির জন্ম হয়। ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনযোগে অন্তঃসত্ত্বা নারী রুমা আক্তার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মের একটি জায়গা প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঘিরে ওই নারীর সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। জন্ম নেয় নবজাতকটি।
এতে আরও বলা হয়, মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন। তাদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকালের খবর/ওআর