শনিবার ১৫ মার্চ ২০২৫
বইমেলায় কবীর আলমগীরের বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৮ PM
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক কবীর আলমগীরের চতুর্থ বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন‘। মেলায় (সোহরাওয়ার্দী উদ্যান অংশ)  বাংলানামার ৫৬০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১৬৮ পৃষ্ঠার বইটির দাম ৫৫০ টাকা। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

বইটি সম্পর্কে কবীর আলমগীর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন গ্রন্থটি সমকালের একটি প্রামাণ্য দলিল ও পর্যালোচনা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একক আধিপত্য, দুর্নীতি ও দলটির সর্বশেষ করুণ পরিণতির কথা উঠে এসেছে গ্রন্থটিতে। ২০২৪ খ্রিষ্টাব্দে এদেশের ছাত্র-জনতা কীভাবে দুর্নিবার সাহসে ‘গণহত্যাকারী’ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মূল উচ্ছেদ করেছে তার বিবরণ ও কার্য-কারণের সন্ধান মিলবে গ্রন্থটিতে।

তিনি বলেন, দেশের মানুষ রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আশায় বুক বেঁধেছে একটি আদর্শ রাষ্ট্রগঠনের অভিপ্রায়ে। কিন্তু বারবার জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থানও কি হাতছাড়া বা বেহাত হচ্ছে, এই প্রশ্নও আছে গ্রন্থটিতে। লেখক বলেন, আওয়ামী লীগের এই অনিবার্য পতনে অন্য রাজনৈতিক দলগুলো কী শিক্ষা নিতে পারে সেই আলোচনাও মিলবে এখানে। 

কবীর আলমগীর বলেন, সবমিলিয়ে আলোচ্য গ্রন্থটি এই সময়কার রাজনীতি ও রাষ্ট্রকাঠামোর ব্যবচ্ছেদ বলা যায়। আশা করি, পাঠকরা বইটি পড়ে রাজনীতি বিষয়ে নিজেদের বোঝাপড়া শানিত করতে পারবেন।

কবীর আলমগীরের জন্ম ঝিনাইদহের শ্যামনগর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি অনার্স, মাস্টার্স ও এমফিল ডিগ্রি লাভ করেছেন। পিএইচডি গবেষণা করছেন একই বিশ্ববিদ্যালয়ে।

জীবিকার তাগিদে লেখকের পেশা সাংবাদিকতা। পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পর্যালোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তরুণ এই লেখক প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা রচনায়ও একনিষ্ঠ।

তার প্রকাশিত বইয়ের মাঝে রয়েছে- কবিতা: গহীন বুকে বিষের চারা (বাংলানামা, ২০১৮); প্রবন্ধ: আহমদ ছফার উপন্যাসে জীবন ও সমাজ (খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, ২০১৮); গবেষণা: ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা (বাংলানামা, ২০২৪) এবং ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন (বাংলানামা, ২০২৫)। 

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
চাক বাংলা অভিধান ও চাক সংস্কৃতি চর্চা
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft