শনিবার ১২ জুলাই ২০২৫
স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল, ফাঁস হলো পিক্সেল ৯এ আসার তারিখ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ এএম
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসছে গুগল পিক্সেল ৯এ। এ নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। জল্পনা-কল্পনার মধ্যেই জানা গেল গুগলের এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আসার তারিখ। একইসঙ্গে, অনলাইনে ডিভাইসটির দাম ছড়িয়ে পড়েছে। ডিলল্যাবসের এক রিপোর্ট অনুযায়ী, নতুন এই পিক্সেল ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও টেনসর জি৪ প্রসেসর থাকবে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল পিক্সেল ৯এ ইউরোপের বাজারে ১৯ মার্চ ছাড়া হবে। বিক্রি শুরু হতে পারে ২৬ মার্চ থেকে। সেখানে ফোনটির বেস মডেলটি ৫৪৯ ইউরো মূল্যে পাওয়া যাবে। এটি ১২৮ জিবি স্টোরেজের বেস মডেলের দাম এবং বাংলাদেশে প্রায় ৬৯,৫০৮ টাকার সমান। এটি ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম ৬৪৯ ইউরো (প্রায় ৮২,০০০ টাকা)।

ইউরোপে ১২৮ জিবি মডেলটি আইরিস, অবসিডিয়ান, এবং পিওনি পোরসেলেন — এই চারটি রঙে পাওয়া যাবে। আর ২৫৬ জিবি মডেলটি কেবল আইরিস এবং অবসিডিয়ান রঙের বিকল্পে উপলব্ধ। উল্লেখ্য, পিক্সেল ৯এ ভারতে আসার কথা রয়েছে, তবে বাজারে আসার দিনক্ষণ এবং দাম এই মুহূর্তে অজানা।

গুগল পিক্সেল ৯এ স্পেসিফিকেশন (সম্ভাব্য)


গুগল পিক্সেল ৯এ ফোনটি টেনসর জি-৪ চিপসেটের সঙ্গে আসতে পারে, যা পিক্সেল ৯ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ মিলবে। ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকবে। প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের, সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।
এছাড়া, এই স্মার্টফোনে ৫,১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ২৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ সফটওয়ারে রান করবে বলে অনুমান করা হচ্ছে। সবশেষে, ধুলো ও পানি প্রতিরোধের জন্য ফোনটি আইপি৬৮ রেটিং অফার করতে পারে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল
থাইল্যান্ড কি আরেকটি সামরিক অভ্যুত্থানের পথে?
সুরের সাধক পাগল মনির: আধ্যাত্মিক গানের এক উজ্জ্বল নক্ষত্র
ঢোলের তালে বাংলার প্রাণ: বরিশালের গর্ব ঢোলবাদক কামাল
সাতক্ষীরার কণ্ঠের জাদুকর: বাউল শিল্পী আনমনা শবনম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল
সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
ঋণের চাপে সন্তান বিক্রির চেষ্টা এক বাবার
চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি
দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft