প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ PM

ময়মনসিংহের নান্দাইলের মুসল্লি ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় সাবকাউলা দলিল মূলে ক্রয়কৃত জমিতে মাটি কাটার ভেকু দিয়ে গর্ত করে জমি বিনষ্ট করার অভিযোগ তুলেছেন প্রান্তিক কৃষক।
অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা যায়, নরেন্দ্রপুর এলাকায় কৃষক আঞ্জু মিয়ার সাবকাউলা দলিল মূলে ক্রয়কৃত জমি ভেকু দিয়ে গভীর গর্ত করে বিনষ্ট করছে একই এলাকার মৃত আলম ফকিরের ছেলে আ. রাজ্জাক ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে ইতিমধ্যেই আঞ্জু মিয়া নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত বিষয়ে একাধিক বার স্থানীয় ভাবে সালিশ-দরবার হলেও আ. রাজ্জাকের ছেলেরা স্থানীয় মীমাংসা না মেনে কৃষক মো. আন্জু মিয়ার সাবকাবলা ৩০ শতাংশ জমি জোরপূর্বকভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী কৃষক আঞ্জুর পরিবারের লোকজন জানায়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। দফায় দফায় সালিশের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মীমাংসা করেতে চাইলেও প্রতিপক্ষের লোকজন মীমাংসা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, আলম ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ছেলেরা বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকার অনেক লোকজনকে হয়রানি করেছে। তাদের ভয়ে এলাকায় কেউ কিছু বলতে পারেনি। কিছু বললেই মামলা হামলার ভয় দেখাতো।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, আমি কারো জমি থেকে মাটি কাঁটিনি। আমার জমি থেকে আমি ভেকু মেশিন দিয়ে মাটি কেঁটেছি।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘঠনাস্থলে পৌঁছে মাটি কাটতে নিষেধ করেছে। বর্তমানে মাটি কাটা বন্ধ আছে।
আজকালের খবর/ওআর