ধর্মপাশায় জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ)
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইতিমধ্যে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ, পাইকুরাটি,সেলবরষ,জয়শ্রী ও সর্বশেষ ৮-২-২০২৫ ইং তারিখ শনিবার ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের পূর্ব বাজারে বেলা ৩ ঘটিকায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  কৃষক সমাবেশে ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ - সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক। 

এতে প্রধান বক্তা ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত।  উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাজহারুল হক, ডাঃ নূরুল আমিন,ইকবাল হোসেন মন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক হারুন অর রশিদ, জুলফিকার আলী ভুট্টো,সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও এই ভাটি বাংলায় কৃষকের সকল সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বার্তাটি তারেক রহমানের কাছে পৌছানোর অঙ্গীকারে সর্বশেষ ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন শাখায় আজকের এই কৃষক সমাবেশ। ইতিপূর্বে ৫টি ইউনিয়ন কৃষক সমাবেশে আমি উপস্থিত থেকে কৃষকের সকল দুঃখ - দূর্দশার কথা শুনে কেন্দ্রীয় কৃষক দলের কাছে বার্তা পৌঁছিয়েছি।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আগামীকাল সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের
রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড অনুষ্ঠিত
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
কসবায় অটোরিকশা চালকের এক বছরের কারাদণ্ড
নুরুল হক নূরের ওপর হামলা: বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আঘাত
নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft