শনিবার ১৫ মার্চ ২০২৫
আপত্তিকর ম্যাসেজ পাঠানোয় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ AM
হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

এছাড়া অভিযুক্ত ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই সাংসদকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার “সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ” এবং “যে কোনও মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না”

অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, “অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা” মন্তব্যের যে কোনও অপরাধের জন্য তিনি দুঃখিত।

তিনি আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং “যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যে কোনও উপায়ে তাদের সমর্থন করব”।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী গুয়েনকে পার্টির সদস্য হিসাবে “প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে”। তিনি আরও বলেছেন, “লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য” তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই মুখপাত্র আরও বলেছেন, “যদি কোনও ব্যক্তি লেবার পার্টির সদস্য হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত উচ্চ মান লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
মেহমান
একটি ঘোরলাগা সম্পর্ক
পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল
জাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের গণইফতার
ধর্ষণের বিরুদ্ধে এবার মহিলা জামায়াতের মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft