রবিবার ২৩ মার্চ ২০২৫
শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে কোম্পানির উৎপাদন বাড়ে
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ PM
শ্রমিকরাই কারখানার প্রাণ। তাদের সাথে কোম্পানির মালিকদের নিবিড় যোগাযোগ ও সম্পর্ক থাকা দরকার। একইসঙ্গে শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে একদিকে কারখানার উৎপাদন যেমন বাড়বে তেমনি কোম্পানির অবস্থাও ভালো থাকে বলে মন্তব্য করেছেন দেশবন্ধু পলিমার ও প্যাকেজিং লিমিটেডের সিওও মো. শফিউল আজম তালুকদার। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) নরসিংদীর চরসিন্ধু এলাকায় অবস্থিত কয়েকটি কারখানা সরেজমিন পরিদর্শনে যান দেশবন্ধু পলিমার ও প্যাকেজিং লিমিটেডের সিওও মো. শফিউল আজম তালুকদার। পরিদর্শনকালে কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই শ্রমিক-কর্মকর্তাদের ধৈর্য ও সততার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বন্ধুর মতো শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করেন সব কোম্পানির মালিকরা। আমি বিশ্বাস করি, মালিকরা শ্রমিকদের সঙ্গে আছেন, সর্বদা তাদের পাশে থাকবেন।  কারণ শ্রমিকরা উজ্জীবিত হলে, কারখানার উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়।

মো. শফিউল আজম তালুকদার বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, আগামী রোজা ও ঈদকে কেন্দ্র করে দেশবন্ধু গ্রুপের শ্রমিক-কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশবন্ধু গ্রুপের কোনো কারখানা বন্ধ হবে না। বরং উত্তরোত্তর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত গ্রুপের নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। দেশবন্ধু গ্রুপের মালিকরা সব সময় শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকবেন। তাদের যে কোনো সমস্যা সমাধানের উদ্যোগও নেবেন বলে জানিয়েছেন তারা। 

তিনি বলেন, বর্তমানে দেশবন্ধু গ্রুপ শুধু নয়, দেশের শত শত কোম্পানি একটা অস্থির সময় পার করছে। ইতোমধ্যে শত শত কারখানা বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশবন্ধু গ্রুপের কোনো কোম্পানি বন্ধ হয়নি। বরং আগামীতে আরো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি বলেন, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা নানা অপকর্মের মাধ্যমে ক্ষতির চেষ্টা করতে পারে। মালিক-শ্রমিকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে তারা কোনো ক্ষতি করার সুযোগ পাবে না।

এ সময় দেশবন্ধু পলিমারের প্রধান প্রকৌশলী সাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
আওয়ামী লীগ-জাপা ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জি এম কাদের
গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা লুট
ইসরায়েলি হামলায় লেবাননে ৭ এবং গাজায় ৩৪ জন নিহত
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft