
পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে দুই শক্তিশালী দল পেকুয়া ফুটনবল একাডেমি মুখোমুখি হয়েছে মুক্তিযুদ্ধা আবু তাহের একাদশ। দর্শক মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া আদালতে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
৪টায় খেলা শুরু থেকে আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদকে আক্রমণে চেপে ধরে। শুরুর ৩ মিনিটে সহজ গোল আনোয়ারার গোলরক্ষক রহমত আটকে দেন। ৫ মিনিটের মাথায় আবারো আটকে দিলেও ১০ মিনিটের মাথায় পেকুয়ার হাসানে একক ম্যাজিকের বল ১৩নং জার্সি পরিহিত বিদেশি খলোয়ার্ড কামারা ডুডু আনোয়ারার জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় পেকুয়া ফুটবল একাডেমি। ৪ মিনিট পর আবারো অধিনায়ক হাসান প্রতিপক্ষের ৩ খেলোয়ার্ডকে পরাস্ত করে দেয়া বল সতীর্থ ৬নং জার্সি পরিহিত ফুদানার জোরালো শর্ট আনোয়ারার গোল বক্সে ডুকে গেলে পেকুয়া ফুটবল একাডেমী ২-০ শূণ্য গোলে এগিয়ে যায়। আনোয়ারা পাল্টা আক্রমণ সৃষ্টি করলেও গোল পরিশোধ করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খোলায় আক্রমণ পাল্টা আক্রমণে চরম উত্তেজনা পূর্ন খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে পেকুয়া একাডেমির কামারা ডুডু গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। পেকুয়া ফুটবল একাডেমি একক আধিপত্য বিস্তার করে খেলায় জয় লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পেকুয়া ফুটবল একাডেমীর পক্ষে দু গোলদাতা কামারা ডুডু।
পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক এফএম সুমন ও আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, কক্সবাজার ইন্টারন্যাশনালইউনিভার্সিটির ফাউন্ডার ও চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান, এসডি সিটি সেন্টারের স্বত্বাধিকারী ছরওয়ার উদ্দিন, চট্টগ্রাম দায়রা জজ আদালতে এপিপি। অ্যাডভোকেট আশফাক আহমেদ, অ্যাড. মহিউদ্দিন, অ্যাড. হেলাল বিন মনজুর তামিম, অ্যাড. রাশেদুল ইসলাম চৌধুরী, অ্যাড. মীর মোশাররফ হোসেন টিটু পিপি, অ্যাড. ইলিয়াস, অ্যাড. মোকাররম হোসেন, অ্যাড. হাসান উদ দৌলা মিনার, অ্যাড. কেএম সাইফুল ইসলাম, অ্যাড. মোস্তফা কামাল, অ্যাড. জাহেদ হোসেন, অ্যাড. আলী ইয়াসিন, অ্যাড. মিফতাহ উদ্দিন, অ্যাড. মইন উদ্দিন, অ্যাড. মীর মোয়াজ্জেম হোসেন, অ্যাড. কামরুল কবির আজাদ, শিক্ষানবিশ আইনজীবী জাহেদ হাসান, আহসান উল্লাহ খোকন, অ্যাড. লোকমান শাহ।
পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির পক্ষে খেলতে মাঠে নামেন, রাজীব (গোলরক্ষক) রিমন, সায়েম, ফাদুনা, আয়ূব, হাসান (অধিনায়ক) কামারা, ইউসুফ, ডুডু, মাসুম, শাকিল, আহমদ শফি, ফোরকান, আরাফাত।
আনোয়ারা মুক্তিযুদ্ধা আবু তাহের স্মৃতি সংসদের খেলেন, রহমত (গোলরক্ষক) করিম, বাবু, ফরহাদ, রাকিব, প্রীতম, ফিরোজ, সামির, শিফাত, আরমান, আকিব, হান্নান, রিয়াদ, ইমন, রাকিব, ফরহাদ, তাওহীদ।
আজকালের খবর/ওআর