শনিবার ১৫ মার্চ ২০২৫
ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে চলছে ‌‘স্কলারশিপ ডে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৪ PM
স্কলারশিপ নিয়ে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ কে না চায়। এমনই এক দারুণ সুযোগ হাতের নাগালে নিয়ে এসেছে মালয়েশিয়ার ওয়ার্ল্ড র‌্যাংকিং ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। এই ক্যাম্পাসে শতভাগ স্কলারশিপ নিয়ে পড়ালেখার সুযোগ এক্সপ্লোর করতে চলছে স্কলারশিপ ডে কর্মসূচি।

গতকাল শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে আগামীকাল রবিবার। প্রতিদিনি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে স্কলাাশিপ ডে’র কার্যক্রম। এ সময় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

চলতি ২০২৫ সালের মে ইনটেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য শতকরা ২০ ভাগ থেকে ১০০ ভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে এই ইউনিভার্সিটি।

শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমান এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং ইংলিশ প্লেসমেন্ট টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দেয়া হয়। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ প্রদান করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

স্কলারশিপ ডে’তে পাশাপাশি ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি পরিচিতি, বিভিন্ন কোর্স পরিচিতি, ভর্তি কার্যক্রমসহ যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

উল্লেখ্য, বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ ১ শতাংশের ভেতরে আছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫। মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ৯ম।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
চাক বাংলা অভিধান ও চাক সংস্কৃতি চর্চা
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft