প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৬ PM আপডেট: ০৮.০২.২০২৫ ৫:০৮ PM

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন এবং উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ শনিবার দুপুর দেড়টায় এ কর্মসূচি পালন করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে তারা। পরে দুই দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ‘ছাত্রদলের একশন ডাইরেক্ট একশন’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই', ‘দোসরদের চামড়া তুলে নিবো আমর’, ‘আওয়ামী লীগের পুনর্বাসন, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।
তাদের দুই দফা দাবি হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধেছ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নিতে দেখছি না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক পতিত স্বৈরাচারের পক্ষে এখনও কথা বলে যাচ্ছে। কিন্তু তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করতেছে না। আমরা সে সকল দোসরদের বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছি।স্মারকলিপি জমা নিয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা আছে তাদের এবং শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সাথে জড়িতরা এখনো যারা ক্যাম্পাসে আছে তাদের একটা লিস্ট প্রদান করো। আইনগত ব্যবস্থা নিব। কেউ অভিযোগ না দিয়ে প্রশাসনকে দোষারোপ করতে পারো না। তবে এ বিষয়ে জাতীয়ভাবে বিচারের প্রক্রিয়াও চলছে। আমরা তোমাদের দাবি বাস্তবায়নে এ মাস সময় নিচ্ছি।
আজকালের খবর/ওআর