শনিবার ১৫ মার্চ ২০২৫
ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিল বিক্ষুদ্ধ ছাত্র-জনতা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৪ PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরশহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দেয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তায় অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছদ করে ফাঁকা করেন। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরি করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরণের কালচারাল প্রোগ্রাম করাতেও দেখা গিয়েছে।

ঘটনাস্থলে সাধারণ জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবার কেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারিভাবে ভালো প্রতিষ্ঠান বা কোন স্থাপনা গড়ে তুললেই হয় বাবা, না হয় মা অথবা ভাই-বোন ছেলে মেয়ের নামে নামকরণ করেন। এই দেশ যেন শুধু তাদের (শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রোয়জনীয় নাম বা স্থাপনা ভেঙে দিব। আমাদের দাবি ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক। এ সময় অনেকে আবার বলেছে শেখ পরিবারের কোনো কিছু আমরা আস্ত রাখবো না। সব ভেঙে গুড়িয়ে দিব।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে। আপনারাই না ভালো জানেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
নারীদের সুরক্ষায় ঢাকার গণপরিবহনে ‌‘হেল্প’ অ্যাপ চালু
আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft