জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার: নাগরিক কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৯ এএম
জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার। এমন মন্তব্য জাতীয় নাগরিক কমিটির নেতাদের। আজ শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনন্সিটিউটে ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনে নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন। এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলেও হঁশিয়ার করেন তারা। 

ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় প্রতি থানার একজন করে সদস্য তুলে ধরেন নানা বিষয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কবি ফরহাদ মজহার। বর্তমান সংবিধান বাতিল করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন তিনি। প্রয়োজনে সুশৃঙ্খল আন্দোলনের পরামর্শ তার।

কবি ফরহাদ মজহার বলেন, ‘ক্ষমতা তুলে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকার দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতি চুপ্পুর হাতে। আপনারা বলছেন চুপ্পুর পদত্যাগ চান কিন্তু চুপ্পুর পদত্যাগটা আদায় করতে পারেননি। কিন্তু চুপ্পুকে পদত্যাগ করতে হবে। ৭২ সালের সংবিধান বাতিল করতে হবে।’

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। এসময়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন তারা। বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে হঁশিয়ারি দেন। 

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে এখনো এ দেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে।’  

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারি বলেন, ‘তাদের যে দোসররা রয়েছে, তাদের বক্তব্য মিডিয়ার মাধ্যমে আসছে, সেগুলো জনগণের বিপক্ষে গিয়ে অনেকেই কাজ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন জনগণ এখনো রাজপথে আছে। আমরা জনগণকে বলবো, কোনো ভাঙার কাজ নয়, গড়ার কাজে মনোযোগ দেন।’

সারজিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র থাকবে না। এ দল হবে গণবান্ধব। 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা জানি কীভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কীভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে জনগণের চাওয়ায় হবে এই রাজনৈতিক দলের আগামী দিনের ইশতেহার।’

নতুন রাজনৈতিক দল এদেশের জনগণের সমস্যা সামাধানে রাজপথে থাকবে বলেও জানায় নাগরিক কমিটির নেতারা।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’
পরিবর্তনশীল প্রযুক্তির যুগে ডিজিটাল শিক্ষা
২৪ এর ১৯ জুলাই গুলিতে শহীদ হন উলিপুরের রায়হান
আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননায় স্বর্ণপদক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন: মাহফুজ আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
পাংশায় জুলাই স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
বিশেষ ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি: রেলপথ মন্ত্রণালয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft