রবিবার ২৩ মার্চ ২০২৫
‘কষ্ট হচ্ছে পাপা তার স্বীকৃতি দেখে যেতে পারলেন না’
আজিজুর রহমানের একুশে পদক প্রাপ্তিতে পরিচালক সমিতির উচ্ছ্বাস
আহমেদ তেপান্তর
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ PM আপডেট: ০৭.০২.২০২৫ ৮:৩৫ PM
জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জ্বেলে দিও... গৌরী প্রসন্ন মজুমদারের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের গানটির মতোই সত্যি হয়ে এসেছে। জীবনের তরে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিতে তাকে বাধা যায়নি, মরনের পরে তাই গলে পড়লেন পূজার মালা। আর তাতেই অশ্রু যেন দ্বিগুণ বেগে ঝড়ছে। যে ঝড়াতে আফসোস আর প্রবঞ্চণা ছাপিয়ে প্রাপ্তির গৌরব। এই গৌরব এসেছে বর্তমান ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের হাত ধরে। বলছি বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের কথা।

দেশীয় চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান নির্মাতা প্রয়াত আজিজুর রহমান এবারের একুশে পদক পাচ্ছেন। সিনেমায় অসামান্য অবদান রাখার জন্য তাকে পদক দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৫ সালেরর মরণোত্তর একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। আর  এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ ব্যাপারে সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, এটা খুবই ইতিবাচক খবর যে আমাদের অঙ্গনের কেউ এমন প্রেস্টিজিয়াস এই পদক পাচ্ছেন। কারণ আমাদের পরিচালকদের মধ্যে খুব কমই সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেয়েছেন। এর মধ্যে এবার আজিজ ভাইয়ের মতো একজন বরেণ্য নির্মাতা এই অর্জন করেছেন জেনে ভালো লাগছে। তিনি সমিতিকে গর্বিত করেছেন। মজার বিষয় হচ্ছে আমাদের ক্যাবিনেট থেকে এবার তার নাম প্রস্তাব করেছিলাম, সে আলোকে আমরা থাকাকালীন পদকটিও পাচ্ছেন সব মিলিয়ে আমরা সকলেই উৎফুল্ল। এজন্য অবশ্যই সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। 

তিনি আরো বলেন, আজিজ ভাইয়ের অনেকগুলো ছবির মধ্যে অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং জনতা এক্সপ্রেক্স অসাধারণ তিনটি ছবি। এদেশের চলচ্চিত্রের ইতিহাসে এ ছবিগুলোর কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

এদিকে আজিজুর রহমানের একুশে পদক প্রাপ্তির খবরে কান্না জড়িতকণ্ঠে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার। বর্তমানে আজিজুর রহমানের স্ত্রী শামীমা রহমান ও মেয়ে বিন্দি রহমান ঢাকায় অবস্থান করছেন। তারা মুঠোফোনে এই পদকপ্রাপ্তিতে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেয়ে বিন্দি আজকালের খবরকে বলেন, আজ পাপা (বাবা) থাকলে খুব খুশি হতেন। যদিও এদেশের মানুষ পাপার কাজগুলোকে মন থেকেই সম্মান করেন। তার সৃষ্টিগুলো নিয়ে আলোচনা করেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। 

একইভাবে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল এবং মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ তাদের প্রতিক্রিয়ায় বলেন, আজিজুর রহমানের অনেক আগেই একুশে বা চলচ্চিত্রে আজীবন পুরস্কার প্রাপ্য ছিলেন, কিন্তু দুঃখজনকভাবে তাকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা না হলে হয়তো নিজের প্রাপ্তিটা দেখে যেতে পারতেন। 

বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামান বলেন, অনেক পরে হলে তিনি সর্বোচ্চ জাতীয় পদক পেয়েছেন এটা অবশ্য ভালো লাগার। এতে রাষ্ট্র সম্মানীত হয়েছে। কিন্তু জীবদ্দশায় পেলে তার পরিবারের কাছেও ভালো লাগত। ভবিষ্যতে সরকারকে এদিকটায় খেয়াল রাখাতে হবে।                                                                                                                                                                                                                                                                                                                        আজিজুর রহমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘অশিক্ষিত’ ও ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্র দুটি দেশে ও দেশের বাইরে প্রশংসিত হয়। অশিক্ষিত চলচ্চিত্রে বয়স্কদের শিক্ষাগ্রহণে কোনো বয়স নেই সেটা দেখানো হয়েছে এবং শিক্ষাকে সারা বাংলায় ছড়িয়ে দেয়ার কথা বলা হয়েছে। ছুটির ঘণ্টা চলচ্চিত্রে অপরাধবোধ প্রায়শ্চিত্য, চাঞ্চল্য, মৃত্যু মিলিয়ে সচেতনতাকে আহ্বান করা হয়েছে।

নির্মাতা আজিজুর রহমান ২০২২ সালের ১৪ মার্চ মারা যান। তিনি ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপচান প্রামাণিক। তিনি চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

নির্মাতা আজিজুর রহমান অনেক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এ চিত্রনির্মাতা। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। এটি মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
বাসসে অসাংবাদিক বেশি, জানালো সংস্কার কমিশন
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজন
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
আওয়ামী লীগ-জাপা ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জি এম কাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft