রবিবার ২৩ মার্চ ২০২৫
নির্মাতা বাপ্পি খানের নতুন নাটক ‘সাদামাটা প্রেম’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১১ PM
দেশের বিনোদন অঙ্গনে নিজের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে ইতোমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা বাপ্পি খান। তাঁর পরিচালিত নাটকগুলো একের পর এক দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্য প্রডাকশনগুলোর মধ্যে রয়েছে ‘ফুলের মতো তুমি’, ‘ছেলেরা সহজে কাঁদে না’, ‘বুক পকেটে তুমি’, ‘শেষটা হোক আলিঙ্গনে’, ‘চলো এক হই’, ‘তুমি ফুল নাকি ভুল’, ‘প্রেমিক যুগল’, ‘মন ফড়িং’, ‘বাড়ি ফেরা’, এবং ‘শুধুই তুমি’সহ আরও অনেক জনপ্রিয় নাটক।

সম্প্রতি নির্মাতা বাপ্পি খান শেষ করেছেন ‘সাদামাটা প্রেম’ নামের একটি রোমান্টিক নাটকের শুটিং। নাটকটি শিগগিরই প্রচারিত হবে  গ্লোব টিভিতে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বাপ্পি খান বলেন, “এটা একটি সাদামাটা প্রেমের গল্প। আশা করি সবার ভালো লাগবে। এর বাইরে আর কিছু বলতে চাই না।”

বাপ্পি খান সবসময় নিজের গল্প বানাতে ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন, একটি হৃদয়স্পর্শী গল্প মানুষের মনে গভীর প্রভাব ফেলে। বিভিন্ন ধরনের গল্প বললেও ভালোবাসার গল্প বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তাঁর নিজের জীবনেও রয়েছে একটি হৃদয়ছোঁয়া প্রেমের অধ্যায়। এক বিশেষ মানুষের প্রেমে পড়েছিলেন তিনি, যাকে এখনও গভীরভাবে মিস করেন। এই ব্যক্তিগত অনুভূতি থেকেই তিনি ভালোবাসার অনেক গল্প নির্মাণ করেছেন।

শিগগিরই বাপ্পি খান পরিচালিত প্রথম সিনেমা ‘সোলমেট’ মুক্তি পাবে বলে জানান এই তরুণ নির্মাতা।

বাপ্পি খানের কাজের বৈচিত্র্য এবং গল্প বলার নিজস্ব ধারা তাঁকে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কাজ শুধু বিনোদন দেয় না, বরং দর্শকদের মনে রেখে যায় গভীর ভাবনার খোরাক। দর্শকেরা তাঁর পরবর্তী কাজের জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করেন।

‘সাদামাটা প্রেম’-এর সফলতা নিয়ে নির্মাতা বাপ্পি খান যেমন আশাবাদী, তেমনি দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন। খুব শিগগিরই দেশের বাইরে কিছু প্রজেক্টের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না : টুকু
বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : তারেক রহমান
শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না: আখতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft