রবিবার ২৩ মার্চ ২০২৫
ফ্যাসিস্টদের বিচারে জাবি ছাত্রদলের ২ দফা দাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৩ PM
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ২ দফা দাবি জানিয়েছে জাবি শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপাচার্য বরাবর জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর ও সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লিখিত তাদের ২ দফাগুলো হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অত্র প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে; এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র তরুণ যুবসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হতে হয়েছে। আমাদের ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। এবং ফ্যাসিস্টের কতিপয় দোসর ছাত্রলীগ কর্তৃক এই নির্যাতনে মদদ দিয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।

এছাড়াও তারা বলেন, বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হয়েছেন। এমতাবস্থায় জাবি ছাত্রদল প্রত্যাশা করে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্রজনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে জাবি প্রশাসন অতিদ্রুত সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।  

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বাসসে অসাংবাদিক বেশি, জানালো সংস্কার কমিশন
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজন
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
আওয়ামী লীগ-জাপা ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জি এম কাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft