রবিবার ২৩ মার্চ ২০২৫
মাছের বাজারে অস্বস্তি কাটছেই না
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৪ PM
সবজি, মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করলেও মাছের দাম আগের মতো বাড়তিই রয়ে গেছে। অতিরিক্ত বাড়তি দামেই বাজারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে। এতে করে মাছ কিনতে ক্রেতাদের অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মাছের এমন অতিরিক্ত দাম দেখা গেছে। বাজারে  পাঙাস,  চাষের কই, তেলাপিয়া মাছের দাম তুলনামূলক কম থাকায় এগুলোরই বেশি চাহিদা থাকে। কিন্তু বর্তমান বাজারে এসব মাছের দামও বাড়তি যাচ্ছে।

আজকের বাজারে চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, শোইল মাছ প্রতি কেজি ৬৫০ টাকা, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, পাবদা প্রতি কেজি ৪০০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাঙাস প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা, চাষের কই প্রতি কেজি ৩০০ টাকা, বড় পুঁটি প্রতি কেজি  ২৫০ টাকা, টাকি প্রতি কেজি ৩৫০ টাকা এবং তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদ বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কম। মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করে। কিন্তু সব ধরনের মাছ দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা আর ভালো মাছ কিনে খেতে পারে না। আজকেও বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখি না। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম চেয়ে বসে থাকছে। 
রাজধানীর মালিবাগ বাজারের আরেক ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, বাজারে পাঙাস, তেলাপিয়া, কই মাছেই ভরসা সাধারণ ক্রেতাদের। অন্য সব ধরনের মাছের দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে মানুষ এই মাছগুলো কিনে খেতো। বর্তমানে এগুলোর দামও বাড়তি। আজ চাষের কই কিনলাম প্রতি কেজি ৩০০ টাকা দরে, অথচ এটাই ২৫০ টাকা করে আগে কিনতাম। ভালো কোনো মাছ তো কিনে খাওয়ার অবস্থা সাধারণ ক্রেতাদের নেই। সবসময়ই মাছের অতিরিক্ত বেশি দাম থাকে। অন্য বাজার ওঠানামা করলেও মাছের বাজার একদম মনে হয় ফিক্সড হয়ে আছে দীর্ঘদিন ধরে।  

মাছের দামের বিষয়ে রামপুরার মাছ বিক্রেতা আব্দুস সোবহান বলেন, অনেকদিন যাবত মাছের দাম একই রকম রয়েছে। আমরা পাইকারি বাজারে মাছ কিনতে গেলে সেখানেই বেশি দামে আমাদের কিনতে হয়, এরপর আছে পরিবহন খরচ, দোকান ভাড়া, লেবার খরচ। সব মিলিয়ে দাম বর্তমানে বেশিই পড়ে যাচ্ছে। আমরা পাইকারি যেমন দামে কিনি তার থেকে কিছুটা লাভ ধরে বিক্রি করি। আমাদের মাছ কেনার খরচ যখন কম পড়বে তখন আমরা কম দামে বিক্রি করতে পারব। এখন যেহেতু বেশি দামে মাছ কেনা, সেহেতু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। 

একই বাজেটের আরেক বিক্রেতা আইয়ুব আলী বলেন, মূলত যখন মাছের খাবারের দাম বেড়েছে, তখন থেকেই মাছের দাম বাড়তি। এরপর থেকে আর সেভাবে মাছের দাম কখনোই কমেনি। বলতে গেলে একই রকম দামে  মাছ বিক্রি হয়ে আসছে। মাছ চাষী পর্যায়ে মাছের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত মাছের দাম বাড়তি।



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না : টুকু
বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : তারেক রহমান
শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না: আখতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft