মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
বিটিভির অনুষ্ঠান থেকে বাদ পড়লেন শেখ সাদী খান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ PM
অনিয়ম নিয়ে কথা বলায় বাংলাদেশ টেলিভিশনে প্রায় নয় বছর ধরে চলে আসা ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠান থেকে কিংবদন্তি সংগীত পরিচালক শেখ সাদী খানকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল হাদী। যিনি এই অনুষ্ঠানে সংগীত বিশ্লেষক হিসেবে রয়েছেন। অনুষ্ঠানে গবেষক হিসেবে গীতিকবি মুনসী আব্দুল ওয়াদুদ রয়েছেন।

সম্প্রতি এসব বিষয়ে গণমাধ্যমকে শেখ সাদী খান বলেন, ‘অনুষ্ঠানটি আমি ২০১৬ সাল থেকে পরিকল্পনা ও সংগীত পরিচালনা করছি। জানুয়ারি থেকে আমাকে অনুষ্ঠানটি থেকে বিরত থাকলে বলা হয়েছে। শিল্পীদের অধিকার ও দাবী দাওয়া, বিটিভির নানা অনিয়ম নিয়ে কথা বলছিলাম দীর্ঘদিন। ফলশ্রুতিতে বিটিভির অনেক কর্মকর্তাকে সরে যেতে হয়েছে। তবে আসল যারা কলকাঠি নাড়ছিলেন তারা রয়েছে গেছেন। ওই মানুষরাই আমাকে সরানোর কাজটি করেছেন। আমার পরিকল্পিত অনুষ্ঠান থেকে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? এমনকি অনুষ্ঠানে আমার কোনো গানও যায় না। বিটিভি আমাকে বিচ্ছন্ন করে রেখেছে। যারা চিন্তাধারায় এ অনুষ্ঠান শুরু হয়েছে তাকেই বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে বাংলাদেশ টেলিভিশনে অনেক অনিয়ম হয়েছে। আমিসহ কয়েকজন সেটার প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম। হয়ত সেটার ফলস্বরূপ অনুষ্ঠানটি একবার বন্ধ হয়েছিল। আবার চালু হলো অনুষ্ঠানটি। অথচ আমি নেই! যে শিল্পী, সুরকার ও গীতিকাররা হারিয়ে গেছেন তাদের এ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার জন্যই এই আয়োজন শুরু করেছিলাম। আর শিল্পীদের দাবী-দাওয়ার কথা বলাই কি আমার অপরাধ ছিল? আমি তো কোনো দলও করি না। আমাকে কেন বিরত রাখা হবে? বিটিভি কর্তৃপক্ষের কাছ থেকে এটি আশা করিনি।’

এ ব্যাপারে মুনসী আব্দুল ওয়াদুদ বলেন, বিটিভি কর্তৃপক্ষ সাদী ভাইকে কয়েকটি পর্ব থেকে স্থগিত করার পরামর্শ দিলে আমরা তার সঙ্গে আলাপ করেই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি সিদ্ধান্ত না দিলে হাদী ভাই বা আমি অনুষ্ঠানটি করতাম না। আশা করছি শিগগিরিই আমরা একটা টিম হয়ে কাজ শুরু করব।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় বোমা উদ্ধার মামলায় টগর গ্রেপ্তার
আরডি সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার বেতার কেন্দ্র
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
সোনাতলায় ইফতার ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft