প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ PM

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা বেগকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী রমজান মিয়াকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আমতলা গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে।
রমজানকে গ্রেপ্তারের বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেন নেত্রকোনা থানার ওসি কাজী শাহ নেওয়াজ। এর আগে গত মঙ্গলবার রাতে সামলা বেগমকে হত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার আমতলা পূর্বপাড়া গ্রামের হাসেম মিয়ার ছেলে রমজান মিয়ার সঙ্গে মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের আলতু মিয়ার মেয়ে সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী স্ত্রী ঢাকার মিরপুরে বসবাস করতেন। এরই মধ্যে তাদের সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়। তার বয়স চার বছর। রমজান মিয়া জুয়া খেলায় আসক্ত ছিল। প্রায়ই স্ত্রীর কাছে জুয়া খেলার জন্য টাকা চাইত। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর মধ্যে কিছুদিন হয় রমজান ঢাকা থেকে বাড়ি চলে আসে। গত মঙ্গলবার সকালে রমজান ঢাকায় গিয়ে স্ত্রীকে বলে সে ভালো হয়ে গেছে এবং নেত্রকোনা জেলা শহরে বাসা ভাড়া নিয়েছে। এখন থেকে সেখানেই থাকবে। এই বলে ওইদিন রাতে স্ত্রী সন্তানকে বাড়ি নিয়ে আসে। গত মঙ্গলবার রাতে স্ত্রী সালমা বেগমের গলায় জুতার ফিতা (কেডস) প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। অপরাধের দায়ভার এড়াতে রমজান মিয়া খাটে মাথা টুকে চিৎকার চেচামেছি শুরু করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় এবং রমজান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সবুজ মিয়া বাদী হয়ে রমজান মিয়াসহ চারজনের বিরুদ্ধে গত বুধবার বিকেলে নেত্রকোনা থানায় মামলা করেন। পুলিশ রমজান মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
নেত্রকোনা থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, গৃহবধূ সালমাকে হত্যার অভিযোগে থানায় মামলা হয়ে। এ ঘটনায় স্বামী রমজান মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
আজকালের খবর/ওআর