প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৩ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ‘বাংলা ভাষা সাহিত্য পরিষদ-২০২৫’ এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম মিয়া।
গতকাল বুধবার আহ্বায়ক ড. মুহাম্মদ রেজাউল করিম সদস্য ড. নাহিদা বেগম ও গোলাম মাহবুব পাভেলে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটা প্রকাশিত হয়।
এছাড়াও কমিটিতে রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুমাইয়া জান্নাত, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তামিম মিয়া, ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক আকাশ দাশ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দীন।
সহ-সভাপতি শরীফ মিয়া বলেন, ভাষা সাহিত্য পরিষদ, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া আমার জন্য এক অপার সম্মানের মুহূর্ত। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যারা আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমি চাই, ভাষা সাহিত্য পরিষদ শুধু আনুষ্ঠানিক সংগঠন হয়ে না থেকে বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের জন্য কাজ করুক। নিয়মিত সাহিত্য প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা ও প্রকাশনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত করতে চাই। নেতৃত্ব মানে শুধু পদ অলঙ্কৃত করা নয়, বরং দায়িত্বশীলভাবে কাজ করা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
উল্লেখ্য, বাংলা বিভাগের ‘ভাষা-সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২৫’ হিসেবে উপরিউক্ত শিক্ষার্থীরা ছাড়াও পাঁচ শিক্ষাবর্ষ থেকে পাঁচজন শ্রেণি প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে।
আজকালের খবর/ওআর