প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৩ PM আপডেট: ০৬.০২.২০২৫ ৪:২৭ PM

ভারী যন্ত্র দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। এরই মধ্যে তিন তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ কাজে অংশ নেওয়া জনতা বলছে, ‘বাড়িটি একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত বুলডোজার চলতেই থাকেবে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল বাড়িটি ভাঙার কাজ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ে কাজের গতি।
৩২ নম্বরের সামনে উপস্থিত জনতা বলছেন, ‘দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী। এর মাধ্যমে, পরবর্তী শাসকরা শিক্ষা নেবে।’
তারা জানান, বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। উপস্থিত লোকজনকে উল্লাস করতেও দেখা যাচ্ছে সেখানে। শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে ‘ঈদ মোবারক, ঈদ মোবারক’ স্লোগানও দিচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে একজন বলেন, ‘আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে বলে দিতে চাই দেশের জনগণ আরও ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। তারা যতই লম্ফঝম্ফ করুক, তাদেরকে প্রতিহত করতে ছাত্রসমাজ রাস্তায় রয়েছে।’
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিন তলা ভবনটি ছিল শেখ মুজিবুর রহমানের বাড়ি। পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করেছিলেন ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা।
আজকালের খবর/ওআর