মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ইবিতে শেখ পরিবারের নাম মুছে ফেলতে ৭ দিনের আল্টিমেটাম
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ PM
শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি এবং শেখ পরিবারের নামে স্থাপনাগুলো মুছে দিয়ে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

গতকাল বুধবার রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাস্টিস ফর জুলাই ইবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয় এবং পরে শেখ পরিবারের নাম পরিবর্তনের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেখ পরিবারের নামে ইবির ৪টি হল শেখ রাসেল হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর নামফলক মুছে দেয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আজ রাতে খুনি হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা। এর প্রতিবাদে আজ ৩২ নম্বর ধ্বংস করে দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ইবিতে আমরা শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলোতে শেখ হাসিনার ছবি লাগিয়েছি। আমরা আজ ঘোষণা দিতে চাই, আমরা ফ্যাসিস্টের প্রত্যাবর্তন আর মেনে নিবো না এবং কেউই মেনে নিবে না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক পর্ষদ স্থাপনাগুলোর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের দাবিতে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন।

এ সময় জাস্টিস ফর জুলাই ইবি শাখার আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দার বলেন, শেখ পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না এবং শুধু এখানে নয়, সারাদেশে তাদের নামে যত স্থাপনা আছে সবগুলোর নাম পরিবর্তন করা হোক। আমরা প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি। এই সাত দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করা না হলে আমরা মাঠে নামবো।

ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ জানান, বারবার ফোনালাপ ফাঁসসহ ভারতে বসে দেশদ্রোহী কর্মসূচি ঘোষণা দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়ার ঘোষণা দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার কবর রচনা ও চিরতরে পেরেক পুঁতে দেয়ার জন্য এ কর্মসূচি পালন করেছি।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবির আরেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, অবাক করার বিষয় হচ্ছে ইন্ডিয়ার সহযোগিতায় ছাত্র-জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়ার ঘোষণা দিয়েছে খুনি হাসিনা। ভারতের দাদাগিরি দেখানোর মতো দুঃসাহস এই বাংলায় হবে না। এছাড়া এতগুলো প্রাণ হত্যা করার পর কোন লজ্জায় সে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায়? খুনি হাসিনাকে লজ্জা দেওয়ার জন্যই আজকে তার মুখে জুতো মারার কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আজকালের খবর/ওআর










 






























সর্বশেষ সংবাদ
দ্রব্যমূল্য কমেছে, নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা চলমান থাকবে: প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রে পথচলার সুযোগ এসেছে : তারেক রহমান
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft