শনিবার ৮ নভেম্বর ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না প্যাট কামিন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪২ পিএম
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে নাও খেলতে পারেন প্যাট কামিন্স। এই আশঙ্কার কথা জানিয়েছেন দলটি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলছেন না কামিন্স। সঙ্গে এ সময়েও অ্যাঙ্কলের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এ চোট পুরোনো, তবে বোর্ডার গাভাস্কার ট্রফির পর এটি আরও বেড়েছে।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্স যদি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত না–ই খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্মিথ। নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডও।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছেন না, এমন যারা চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন, আগামীকাল তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। সেখানে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাদের মধ্যে কামিন্সের থাকার সম্ভাবনা কম। চোটের সঙ্গে লড়ছেন আরেক পেসার জশ হ্যাজলউডও।

সংবাদমাধ্যম এসইএনকে ম্যাকডোনাল্ড বলেছেন, প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনো শুরু করেনি। ওর খেলার সম্ভাবনা কম। তার মানে আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি। লিডারশিপের জন্য তাদের কথাই বিবেচনা করছি।

কামিন্সের চোট নিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা ক্ষতির। হ্যাজলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী দুই দিনের মধ্যে মেডিকেল ইনফরমেশন পাওয়া যাবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারব, সিদ্ধান্ত সম্পর্কে জানাতে পারব।

হ্যাজলউড এখন নিতম্বের চোটে ভুগছেন। তবে বোর্ডার গাভাস্কার ট্রফির ৩ টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টিতে টেস্টে খেলতে পারেননি পায়ের পেশির চোটে। এর আগে অলরাউন্ডার মিচেল মার্শ চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় এখনো অন্য কাউকে নেওয়ার ঘোষণা দেয়নি অস্ট্রেলিয়া। গত রোববার ম্যাকডোনাল্ড জানিয়েছে, ওয়ানডে অভিষেক না হলেও বো ওয়েবস্টারের চ্যাম্পিয়নস ট্রফিতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কত দূর এগোলো ইসি
গুরুতর অসুস্থ বরেণ্য পরিচালক শেখ নজরুল
গুরুতর অসুস্থ বরেণ্য চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী
কাল থেকে লাগাতার অবস্থানের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে 'ধুম্রজাল'
পদ ফিরে পেলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে: মির্জা ফখরুল
জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি
চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft