প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২১ PM আপডেট: ০৪.০২.২০২৫ ৬:২৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আজাদ মিয়া-(৫৫) ও আমানত মিয়া-(৬০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আজাদ মিয়া বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও আমানত মিয়া একই গ্রামের মিছির আলীর ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও নিহতদের পরিবারের লোকজন জানান, বিশুতারা গ্রামের একটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর পরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটকরা হলেন- ঘাতক ইনসান মিয়ার ভাই ইমরান ও আরমান, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম ও আবুল কাসেম মিয়ার ছেলে তাবারক মিয়া।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আজাদ ও আমানত নামের দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন চাচা-ভাতিজা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ঝামেলা চলছিলো। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।
আজকালের খবর/বিএস