বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
টেকনাফে ইয়াবা, ফেনসিডিলসহ ২টি অস্ত্র উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ PM
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিলসহ ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং ইউনিয়নের খুরের মুখ সমুদ্র সৈকত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারিরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। 

তিনি আরো জানান, পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ধ্বংস করা হয়। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুয়েটে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
সিলেটে বিএনপির গণসমাবেশ : রেজিস্ট্রারি মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার: ডিএমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
পূর্বধলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
তিস্তা অঞ্চলগত সমস্যা নয়, এটি একটি জাতিগত সমস্যা: গয়েশ্বর রায়
শেখ হাসিনার সামরিক সচিবকে পুলিশে দিলো ছাত্র-জনতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft