শনিবার ১২ জুলাই ২০২৫
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। 

মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বরাবর স্মারকলিপি প্রদান করে বিভাগের শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা 'জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই' ‘প্রক্টরের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, শিক্ষা সন্ত্রাস, একসাথে চলেনা’, ‘দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘আমাদের আন্দোলন, চলছেই চলবে’, ‘শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপর হামরা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের ওপর হামরা করার সাহস না পায়। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না। একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বশীল যিনি তার ওপর যখন হামলা হয় স্বাভাবিক ভাবে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবৃদ্ধ হয়। তোমার ইতোমধ্যে জেনেছেন একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতি দ্রুতই  তোমাদের দাবির একটা সমাধান আসবে। তোমরা একটু ধৈর্যধারণ করো। তোমাদের দাবির সঙ্গে আমরা একমত। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের উপর প্রশাসন অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নিবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে উপ উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার দৃষ্টিান্তমূলক বিচার হবে। যা বিশ্ববিদ্যালের ৪০ বছরও হয়নি এমন বিচার করবে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিচারের কিছুটা হেরফের মনে হলে প্রয়োজনে আমরা বিচার বিভাগীয় পর্যন্ত নিয়ে যাব।  

প্রসঙ্গত, গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল
থাইল্যান্ড কি আরেকটি সামরিক অভ্যুত্থানের পথে?
সুরের সাধক পাগল মনির: আধ্যাত্মিক গানের এক উজ্জ্বল নক্ষত্র
ঢোলের তালে বাংলার প্রাণ: বরিশালের গর্ব ঢোলবাদক কামাল
সাতক্ষীরার কণ্ঠের জাদুকর: বাউল শিল্পী আনমনা শবনম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল
সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি
ঋণের চাপে সন্তান বিক্রির চেষ্টা এক বাবার
দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft