প্রকৃতিতে এখন মাঘ মাস। বসন্ত আসতে এখনও সপ্তাহ-দের বাকী। এদিকে বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লব ভেদ করে উঁকি দিচ্ছে আমের মুকুল। বাহারি রঙ্গের আমের মুকুলের মিষ্টি সুবাস মুখরিত আকাশ-বাতাস। মাঘের তীব্র শীত ইতিমধ্যেই কমতে শুরু করেছে। অথচ এর মধ্যেই নান্দাইলে আমগাছে আসতে শুরু করেছে মুকুল। মুকুলের পরিমাণ বেশি হওয়ায় এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে। আমের মুকূলে ভ্রমরের আনাগোনা চোখে পড়ার মত।
সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বসন্তের শুরুতে আমে মুকুল আসে, বাংলাদেশে ওই সময়টাতে বৃষ্টিপাত হয় না এবং বাতাসে আর্দ্রতা কিছুটা কম থাকে, আবহাওয়া শুষ্ক থাকে। যে কারণে ওই সময়টা আমের মুকুলের পুষ্ট হতে সাহায্য করে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে, সদর উপজেলার নান্দাইল ব্রিজের পশ্চিম পাশে পৌর এলাকার কাকচর, চারিআনিপাড়া হয়ে হেমগঞ্জ বাজার হয়ে নান্দাইল উপজেলার শেষ সীমানা মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর বাজার সহ আসপাশের এলাকার আমগাছে আগাম জাতের মুকুল শোভা পাচ্ছে। এসব আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন, এ-যেন প্রকৃতির চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্য্য।
এ-বিষয়ে কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও বসন্তের আগমনী বার্তা নিয়েই আমের মুকুল আসতে শুরু করে। এছাড়াও প্রতিবছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। ঘন কুয়াশার কবলে না পড়লে এবছর আগাম ফলন পাওয়া যাবে। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনেই মাঘে যেসব গাছে মুকুল আসবে ঐ মুকুল স্থায়ী হবে।
আজকালের খবর/ এমকে