প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৩ AM আপডেট: ০৪.০২.২০২৫ ৯:৫৭ AM

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডায়াবেটিক সমিতি, গাজীপুর-এর বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার শালদহ ইকো রিসোর্টে ডায়াবেটিক সমিতি, গাজীপুরের আয়োজনে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সকালে ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাসযোগে এবং অনেকে ব্যক্তিগত গাড়িতে করে অনুষ্ঠান ভ্যানু শালদহ রিসোর্টে পৌঁছায়। বনভোজনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে নাস্তা সদস্যদের পরিরারের ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলার প্রতিযোগিতা দুপুরের মধ্যাহ্নভোজ ইত্যাদি। এছাড়াও বড়দের জন্যও ছিল খেলাধুলার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন পরিবারের ছেলে-মেয়েরা এবং কর্মকর্তা কর্মচারি সদস্যরা। আর ওইসব খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা। পরে, বিকেলে আর্কষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ওই সময় র্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ডায়াবেটিক সমিতি, গাজীপুরের সভাপতি-বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বনভোজন কমিটির আহবায়ক ও সমিতির সহ-সভাপতি বিএনপি নেতা আ.ক.ম মোফাজ্জল হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইডিইবি’র গাজীপুর জেলা শাখার সভাপতি এবং জিসিসি’র বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল, পরিচালনা পরিষদ, ট্রাস্টি বোর্ডের সদস্য, লাইফ মেম্বার, কর্মকর্তা ও কর্মচারীরা।
এতে আরও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা কামরুজ্জামান শামীম, বিএনপি নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন চৌধুরী দিপু প্রমুখ।
ওই সময় মেহেদী হাসান এলিস বলেন, ডায়াবেটিক সমিতি, গাজীপুরের আজকের এই বনভোজন মিলনমেলার এক উৎসবে পরিনত হয়েছে। এ বনভোজনে সমিতির সকল সদস্যরা একত্রে মিলিত হয়েছেন। এতে সমিতির উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। ডায়াবেটিক সমিতি, গাজীপুর মানবতার কল্যাণে কাজ করে যাবে।
আজকালের খবর/ এমকে