মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
রংপুরকে কাঁদিয়ে কোয়ালিফায়ারে খুলনা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৬ পিএম
গত বছরের শেষ দিকে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বিপিএলে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স। দুর্দান্ত পারফরম্যান্সের টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফও নিশ্চিত করেছিল এ দলটি। এরপরই হোঁচট খায় সোহান-সাইফরা। বারবার চেষ্টা করেও কাম ব্যাক করতে পারেনি রংপুর।

গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচের প্রতিটিতে হারের তেতো স্বাদ ভোগ করতে হয়েছে তাদের। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এলিমিনেটর পর্বের আগে রাসেল, টিম ডেভিড ও ভিন্সের মতো মারকুটে ব্যাটারদের উড়িয়ে এনেছিল রংপুর। সেই পরিকল্পনাও বৃথা যায় দলটির। এলিমিনেটরে খুলনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। এ ম্যাচে রংপুরকে ৯ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে খুলনাকে মাত্র ৮৬ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে ৫৮ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ইনিংসের তৃতীয় বলেই বোল্ড-আউট হন ওপেনার মিরাজ। দ্বিতীয় ওভারে নাঈমের দুটি সহজ ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন মাহেদী ও আকিভ জাভেদ। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলকে সেমিফাইনালের পথে এগিয়ে নিয়ে যেতে থাকে নাঈম।

আর তাকে যোগ সঙ্গ দেন অ্যালেক্স রোস। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৮২ রান তোলে খুলনা। শেষ পর্যন্ত অ্যালেক্স রোসের ২৯ রান এবং নাঈনের ৩৩ বলের অপরাজিত ৪৮ রানে ভর করে ৫৮ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় বলে সৌম্যকে রান করেন মেহেদী হাসান মিরাজ। ৭ বলে ১ রান করে সাজঘরে ফেরেন সকালে ঢাকায় পা রাখা ইংলিশ ব্যাটার জেমস ভিন্স।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসান ও শেখ মাহেদী। ১০ বলে ৪ রান করে মিরাজের প্রথম শিকার বনে যান এই ডান হাতি ব্যাটার। আর ১ রান করে নাসুমের বলে বোল্ড হন মাহেদী। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফউদ্দিন (৮)।

এরপর সোহানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন বিপিএল অভিষেক ম্যাচ খেলতে না টিম ডেভিড। কিন্তু ৯ বলে ৭ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই অজি ব্যাটার। এতে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর।

এই ম্যাচের আগে সব চাইতে আলোচনায় ছিলেন আন্দ্রে রাসেল। প্লে-অফকে সামনে রেখে এই ক্যারিবিয়ানকে দলে নিয়েছিল রংপুর। ম্যাচে আগের দিন সকালে ঢাকায় রেখে দুপুরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তবে ক্রিকেটে যে অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে টের পেয়েছেন রাসেল। ৯ বলে ৪ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন এই ডান হাতি ব্যাটার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সোহান। কিন্তু রাকিবুল ১ রান করে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি রংপুর অধিনায়ক। ২৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। এতে ৫২ রানে ৯ উইকেট হারায় রংপুর।

শেষ দিকে ব্যাট চালাতে থাকেন আকিভ জাভেদ। কিন্তু ১৭তম ওভারের পঞ্চম বলে জাভেদ আউট হলে মাত্র ৮৫ রানে অলরআউট হয় রংপুর। ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির নেতা বহিষ্কার
দুই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভুটান ম্যাচ
হাছান মুহম্মদসহ এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
নিম্ন আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাইকোর্ট
এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল
তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft