প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৬ PM

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের ২০২৫ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাফসানুর রাফি সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল চারটায় জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সাবেক সভাপতি শাহজালাল আহমেদ আকাশ নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় বাঁধনের কেন্দ্রীয় সেক্রেটারি এবং বাঁধনের হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাবি জোনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কেন্দ্রীয় প্রতিনিধি- মো. সিফাতুল্লাহ ও মো. মারজানুল ইসলাম, সহ-সভাপতি- মো. সজিব চৌধুরী ও ফরিদা আক্তার ফারজানা, সহ সাধারণ সম্পাদক- এস এম মঈন, সাংগঠনিক সম্পাদক- ইয়া আতিক শাহরিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক- মো. অহেদুর রহমান, কোষাধ্যক্ষ- সোহানা আক্তার, দপ্তর সম্পাদক- ফারজানা তায়্যিবা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- জেবা হুমায়রা হুমায়রা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ফাতেমা আক্তার, নির্বাহী সদস্য- মো. সোহান, ফারিহা জান্নাত ইভা, তাসনিম জিনাত তৃষা আক্তার।
নতুন সভাপতি মো. মাজহারুল ইসলাম বলেন, বাঁধনের কর্মী পরিচয়টাই আমার কাছে অনেক গর্বের ও সম্মানের। সাবজেক্ট কমিটি যেহেতু আমার উপর বিশ্বাস রেখে আমাকে বাঁধনের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করবো। বাঁধনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সকলের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আর বাঁধন এর সকল সাফল্যই রক্তদাতাদের, আমি সবাইকে স্বেচ্ছায় রক্ত দান করতে আহ্বান করছি।
এছাড়া তিনি আরও বলেন, আপনারা জানেন বাঁধন একটি গতিশীল স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। রক্তদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণই এর মূল লক্ষ্য। আশা করি সকলের সহযোগিতায় এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো।
উল্লেখ, ২০২৪ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংগঠনিক রিপোর্টে দেখা যায় এ বছর তাদের রক্ত সংগ্রহ ছিলো ১৮৬০ ব্যাগ।
আজকালের খবর/ওআর