বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
তিন কিস্তিতে সবার পাওনা পরিশোধ করবে দুর্বার রাজশাহী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪২ PM
বিপিএলের এবারের আসর নিয়ে যত সমালোচনা তার বড় অংশই দুর্বার রাজশাহীর কারণে। দলের ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদান নিয়ে রীতিমতো কেলেঙ্কারির জন্ম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রানরেটে পিছিয়ে থাকায় প্লে-অফে উঠতে ব্যর্থ রাজশাহীর মালিকপক্ষ এখন পর্যন্ত ক্রিকেটারদের বেতন পরিশোধ করতে পারেনি। বিসিবি এমনকি ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপেও রাজশাহীর মালিকপক্ষের কাছ থেকে পাওনা অর্থ বুঝে পাননি ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটাররা বিমানের টিকিট বুঝে না পাওয়ায় পারছে না দেশে ফিরতে।

ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক প্রদানে কয়েক দফা ডেটলাইন দিয়েও ব্যর্থ হয়েছে দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। এবারের বিপিএলে একের পর এক ন্যাকারজনক কাণ্ড ঘটিয়ে টুর্নামেন্ট তো বটেই দেশের সম্মানও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে তারা। শেষমেশ তো পারিশ্রমিক প্রদানে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালানোর গুঞ্জনও উঠেছিল দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানের। যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে সরকার। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে দোষ স্বীকার করে নির্ধারিত ডেডলাইনে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

২৫ শতাংশ হারে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২৫ শতাংশ করে প্রতি কিস্তি পারিশ্রমিক প্রদান করবে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুয়েটে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
সিলেটে বিএনপির গণসমাবেশ : রেজিস্ট্রারি মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার: ডিএমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
পূর্বধলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
তিস্তা অঞ্চলগত সমস্যা নয়, এটি একটি জাতিগত সমস্যা: গয়েশ্বর রায়
শেখ হাসিনার সামরিক সচিবকে পুলিশে দিলো ছাত্র-জনতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft