বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
বিপিএলের সাত দল, রইলো বেঁচে চার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫১ PM আপডেট: ০২.০২.২০২৫ ৩:৫৭ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে-অফ নিশ্চিত করেছে শীর্ষ চার দল। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও সবার শেষে খুলনা টিকিট পেয়েছে প্লে-অফের। দুর্ভাগ্যে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স আসর শেষ করেছে টেবিলের তলানিতে থেকে।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করেছে তিনে থেকে। প্রথম ৮ ম্যাচের ৮টিতে জেতা নুরুল হাসান সোহানের দল জয়ের দেখা পায়নি শেষ চার ম্যাচে। ১২ ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। আর শেষ চার ম্যাচের সবগুলো জিতে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে জায়গা করে নেয় চিটাগং।

চতুর্থ জায়গাটা নিয়ে অবশ্য অপেক্ষা করতে হয়েছে গ্রুপ পর্বের শেষ দিনের খেলার জন্য। ঢাকাকে হারিয়ে রাজশাহীর প্লে-অফের স্বপ্ন ভঙ্গ করেছে মেহেদি হাসান মিরাজের খুলনা। ১২ ম্যাচে খুলনা, রাজশাহী দুই দলের পয়েন্টই ছিল ১২। তবে নেট রান রেটের হিসাব নিকাশ কপাল পুড়িয়েছে তাসকিন আহমেদের দলের। সমান পয়েন্ট নিয়েও সমালোচনা ও প্লে-অফ না খেলতে পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হয়েছে রাজশাহীকে।

এবারের আসরে প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেনি চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। প্রথম ৬ ম্যাচে হার দিয়ে শুরু করা দলটি ১২ ম্যাচে জিতেছে মাত্র ৩ টি। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে আসর শেষ করেছে তারা।

সিলেট স্ট্রাইকার্স অবশ্য আসর শুরু করেছিল অপেক্ষাকৃত দুর্বল দলের তকমা নিয়ে। পয়েন্ট টেবিলও দেয় সে সাক্ষ্য। আরিফুল হকের দল ম্যাচ জিতেছে মাত্র ২টি। শেষ ৭ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি সিলেট।

৩ ফেব্রুয়ারি সোমবার মিরপুরে প্রথম এলিমিনেটরে রংপুরের মুখোমুখি হবে খুলনা। একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস।

আজকালের খবর/ওআর












সর্বশেষ সংবাদ
কাজ শেষ না হতেই প্যালাসাইডিং ব্লকে ধস, সড়ক নির্মাণে অনিয়ম
বিয়ানীবাজারে জমজমাট আদম ব্যবসা, প্রতারিত হলেও মামলা করতে চান না ভুক্তভোগী
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর নামে মামলা
উত্তরায় হামলার শিকার সেই ‘যুগল’ স্বামী-স্ত্রী নন, জানালেন আসল স্ত্রী
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বধলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft